মাঝে ওটিটিতে কাজ করলেও মা হওয়ার পর প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার কাজ শেষ করতে যাচ্ছেন পরীমনি। ছবির নাম ‘ডুডোর গল্প’। বর্তমান ছবিটির শেষ ধাপের কাজ চলছে। ২৯ ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ। বাংলাদেশ সরকারের অনুদানের ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। গত বছরর অক্টোবর মাসে শুটিং শুরু হয় ছবিটির।
চিত্রনায়িকা পরীমনিছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া
পরীমনি জানালেন, আরও আগেই শেষ হতো কাজটি। কিন্তু তাঁর নানা মারা যাওয়ার কারণে কাজটি বিলম্বিত হয়েছে। পরীমনি বলেন, ‘আমার পরিবারে একমাত্র অভিভাবক নানা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে আমার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমি অনেক দিন মানসিকভাবে সুস্থ ছিলাম না। নানাভাইয়ের স্মৃতি আমাকে সব সময় তাড়া করে বেড়ায়।’
এরই মধ্যে নিজেকে কিছুটা সামলে কাজে ফিরেছেন পরীমনি। গত শুক্রবার রাতে উত্তরা থেকে ছবিটির শুটিং শেষ করে ফেরার পথে পরীমনি প্রথম আলোকে বলেন, ‘উত্তরা ও গাজীপুরের লোকেশনে টানা শেষ ধাপের কাজ করছি। ২৯ ফেব্রুয়ারি চলন্ত ট্রেনের মধ্যে শুটিং হবে। ওই দিনই ছবির শুটিং শেষ হয়ে যাবে।’
কেমন হলো কাজ, জানতে চাইলে পরীমনি বলেন, ‘ভালো হয়েছে। আমার জন্য নতুন একটি অভিজ্ঞতার কাজ হবে। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করেছি। একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটি করতে হয়েছে আমাকে।’
ছেলেকে আদর করছেন পরীমনি। ফেসবুক থেকে
কেমন সেটি, জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম কাজল। কিশোরী থেকে ৬০ বছর বয়সী নারী হিসেবে দেখানো হয়েছে কাজলকে। এক ছবিতে এক মানুষের তিন-চারটি রূপ ও সময়কালের ব্যবধান চরিত্রে উঠিয়ে আনা কম কথা নয়। হয়তো কিশোর, যুবতী চরিত্রগুলো নিজের অভিজ্ঞতা থেকে করেছি; কিন্তু ৬০ বছরের বয়স্ক একজন নারীর চরিত্র তুলে আনা কম চ্যালেঞ্জ নয়। তবে মনে হয় উতরে গেছি চরিত্রটিতে। তারপরও দর্শক দেখতে বসে সঠিক রায় দেবেন।’