কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ কানাডায় ক্যানো (নৌকা) উল্টে নিহত দুই বাংলাদেশির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার কানাডার স্থানীয় সময় বাদ আসর টরন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের সুননাতুল জামাত মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কানাডার বাংলাদেশ হাইকমিশন অফিস জানায়, নিহত রাকিব ও ক্যাপ্টেন সাইফের মরদেহ আজই কানাডা থেকে সরাসরি…
