যে ভুলে টিকিট কেটেও ট্রেনে সিট পেলাম না, বিষয়টি আপনারও জানা ভালো
সিলেটে গিয়েছিলাম দাপ্তরিক কাজে। কাজ শেষে ঢাকায় ফেরার দিন-তারিখ নিশ্চিতই ছিল। তাই যাওয়ার দিনই অনলাইনে ফেরার টিকিট কেটে ফেলার চেষ্টা করি। কিন্তু ১১ ফেব্রুয়ারি সিলেট রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেসের কোনো সিট খালি নেই। সিলেটের পরের স্টেশন মৌলভীবাজারের কুলাউড়া। সার্চ করে দেখি সেখান থেকে সিট ফাঁকা আছে। সিলেট থেকে এই স্টেশনের দূরত্ব বেশি না। পথটুকু দাঁড়িয়েই…
