
হঠাৎ তেহরান থেকে ওমানে তিন বিমান
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ বুধবার মধ্যরাতে তেহরান থেকে তিনটি বিমান ওমানে গেছে। এর মধ্যে ইরান সরকারের ব্যবহৃত দুটি এবং একটি বেসরকারি বিমান রয়েছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনো ফ্লাইট ওমানে যায়নি। যদিও ধারণা করা হচ্ছে, সংঘাত থামাতে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য প্রতিনিধি দল ওমানে গেছে।