লাতিন আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ।
গতকাল সোমবার এ দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাদিলা গতকাল সংবাদমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যার পর পেরুর কাজামারকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি পাহাড়ি সড়ক থেকে প্রায় ২০০ মিটার (৬৫০ ফিট) নিচে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জনের বেশি আরোহী ছিলেন। বাসটি নদীর ধারে পড়েছিল। কয়েকজন আরোহী পানিতে ভেসে গেছেন। স্থানীয় পৌর কর্মকর্তা জেমি হেরেরা এ কথা জানিয়েছেন।
দমকল ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পেরুতে বড় বড় সড়ক দুর্ঘটনার খবর হরহামেশা পাওয়া যায়। যানবাহনের উচ্চগতি, ভাঙাচোরা সড়ক, ট্রাফিক আইন নিয়ে জ্ঞান ও সচেতনতার অভাব, আইন বাস্তবায়নে শিথিলতা এসব দুর্ঘটনার কারণ।
গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।