রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা

শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

সাড়ে ৯টার দিকে বনানী থানাধীন নিয়াজুদ্দিনের টিনশেড বাড়ির (বাসা নং ১৯৬/৬) ভাড়াটিয়া কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত মোনালিসা মুন্নি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর কাশিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি রানা নামে এক ব্যক্তির স্ত্রী।

পারিবারিক কলহের জেরে মোনালিসা নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে জানিয়েছে পুলিশ। পরে স্বামীসহ স্বজনেরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে