তাইজুলের বদলি হিসেবে উইলিয়ামসনকে দলে টানল ডারবান

শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার হয়েছিল তাইজুল ইসলামের। নিলামে দল পেলেও শেষপর্যন্ত সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। টুর্নামেন্টের মাস দেড়েক আগে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস।

নিলামে ৫ লাখ সাউথ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) বাঁহাতি স্পিনার তাইজুলকে দলে নেয় ডারবান। দল পাওয়ায় হেনরিখ ক্লাসেন ও সুনীল নারিদের সঙ্গে খেলার কথা ছিল তার। তবে সাউথ আফ্রিকার টুর্নামেন্টে খেলতে যাওয়া হচ্ছে না তাইজুলের। ধারণা করা হচ্ছে, বিপিএলের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় পুরো টুর্নামেন্টের এনওসি পাচ্ছেন না তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল মাঠে গড়াতে পারে। একই মাসের শেষ সপ্তাহে হবে এসএ টোয়েন্টি। স্বাভাবিকভাবেই যেকোনো একটি টুর্নামেন্টকে ছাড়তে হবে তাকে। কদিন আগে খোঁজ নিয়ে জানা গেছে, ডারবানের হয়ে খেলতে তাইজুল বিসিবির কাছে এনওসি’ই চাননি। যদিও একই সময়ে হওয়া বিগ ব্যাশে খেলতে দেখা যাবে রিশাদ হোসেনকে।

বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্য রিশাদকে দলে টেনেছে হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বিসিবি থেকে পুরো আসরের এনওসি পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ক্রিকেটার হিসেবে রিশাদের যাতে উন্নতি হয় সেই ভাবনা থেকেই বিসিবি তাকে পুরো মৌসুমের এনওসি দিয়েছে। যার ফলে আগামী বিপিএলে নাও দেখা যেতে পারে রিশাদকে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে