পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার ভোরে গোয়ালন্দ উপজলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা জেলে সোনাই হালদার। শনিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যায়। রবিবার ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতেই বড় আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। 

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখা যায় মাছের ওজন ২৬ কেজি। সেখানে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, রবিবার আড়তে মাছ কিনতে যাই। সেখানে বড় আকৃতির পাঙাশ মাছের নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করবো। দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে বিক্রির চেষ্টা করছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা-যমুনার মোহনা রাজবাড়ীর গোয়ালন্দ। সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু তাই দাম বেশি। তবে মাছগুলো বাজারে প্রকাশ্য নিলামে বিক্রি হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে