শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
এক রাতের মধ্যে ইউক্রেনের ৯৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনীয় এসব হামলায় হতাহতের কোনও তথ্য উল্লেখ্য করেনি রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, “৩১ অক্টোবর মস্কো সময় রাত ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত কিয়েভের ৯৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”
প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক বাহিনী ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে। সামারা অঞ্চলে আরও ১২টি এবং রাজধানী লক্ষ্য করে ছোড়া মস্কো অঞ্চলে ১১টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ভোরোনেজ এবং রোস্তভ অঞ্চলে রুশ বিমান প্রতিরক্ষা ১০টি করে ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় হামলার শিকার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তুলা, লিপেটস্ক, রিয়াজান, কুরস্ক এবং কালুগা। এসব অঞ্চলে অল্প সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
