ইউক্রেনে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে: ট্রাম্প

 শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার প্রশাসনকে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি ‍বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ। আমরা অনেক ক্ষণ এই ইস্যুতে আলোচনা করেছি এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছি।”

 “আমি এবং শি’ এই মর্মে একমত হয়েছি যে রাশিয়া ও ইউক্রেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার অবসান সহজে হওয়া সম্ভব নয়।  শি’ আমাকে বলেছেন যে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে এক সঙ্গে কাজ করব। আমাদের পক্ষে এর বেশি আর কিছু করা সম্ভব নয়।”

ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার আগ্রহ ও সদিচ্ছার অভাব রয়েছে— অভিযোগ তুলে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনে রাশিয়া তার ‘যুদ্ধমেশিন’ সচল রেখেছে বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।

চীন রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। শি’ জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, চীনের প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করবেন তিনি। তবে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি তার।

“আমাদের মূল আলোচনা ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে। শি’ বলেছেন যে যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে, তাহলে তা দু’দেশের জন্য তো বটেই— পুরো বিশ্বর জন্যই ভালো হবে। এ ব্যাপারে আমিও তার সঙ্গে একমত। বিশ্বে বর্তমানে অনেক অনেক সংকট রয়েছে এবং এসব সংকট সমাধানে বড়-শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে।”

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে