নওগাঁয় গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫a

নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়ানগর গ্রামের জয়দুল ইসলামের ছেলে ভুটভুটি চালক মাসুদুর রহমান মওলা (৩৫) এবং একই গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০)।

আহতরা হলেন- আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষণপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) এবং মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস হয়ে কয়েকজন গরু ব্যবসায়ী জয়পুরহাটের গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ও মোটরসাইকেল উল্টে রাস্তার নিচে ধানক্ষেতের খাদে পড়ে যায়। এ ঘটনায় মাসুদুর রহমান মওলা ও ভুট্টু ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ঈমাম জাফরের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত সেলিম ও নাজিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর জানান, নিজ নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে