গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন : শামসুজ্জামান দুদু

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

বুধবার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব কিছুই শেষ হয়ে গেছে— অর্থাৎ স্বৈরতন্ত্রও শেষ হয়ে গেছে এভাবে ভাবা ঠিক হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, তেমনিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। নীতি নৈতিকতা আদর্শ সবকিছু ধ্বংস করেছে। নির্বিচারে গণহত্যা চালিয়েছে। 

দুদু আরও বলেন, নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে, তারা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে। তারাও কিন্তু বসে নাই। ঐক্যবদ্ধভাবে আমরা যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে