ঝিনাইদহে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

 বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঝিনাইদহ শহরের ছাগল প্রজনন কেন্দ্রের পাশে ফার্নিচারের দোকানের মধ্যে বস্তাবন্ধী লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে স্ত্রীর স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার (১২ অক্টোবর) ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর গ্রামের ছাগল প্রজনন কেন্দ্রের পাশে স্বামীর ফার্নিচারের দোকানের মধ্য থেকে লালমিয়া তার স্ত্রী তাসলিমা খাতুন(৩৬)কে হত্যা করে চৌকির নিচে ফেলে রেখে তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানের উপস্থিত হয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী লাল মিয়া। নিহতের গলায় পুরনো টাই বাঁধা ছিল।এ ঘটনায় নিহতের ছেলে রাজন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী আসামীকে গ্রেফতার করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশী জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করেছে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের গলার স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এছাড়া কানের দুল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে