নোবেল পুরস্কার ঘোষণা শুরু সোমবার: কারা দেয়, কীভাবে দেয়?

শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এ বছর ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায় দেওয়া হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। পুরস্কার ঘোষণার সবকিছু ‘নোবেল প্রাইজ’ ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

নোবেলজয়ীদের তালিকায় আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে নতুন নামগুলোও যোগ হবে। শান্তিতে নোবেলকে ঘিরে এবারও রয়েছে বিশেষ আগ্রহ। ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিকেরা মনোনয়ন দিয়েছেন। 

ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তি সম্পাদনের ভূমিকার জন্য গত ডিসেম্বরে এক রিপাবলিকান কংগ্রেসওমেন তাকে আবার মনোনীত করেন। 

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন।জীবনের শেষ প্রান্তে এসে তিনি সিদ্ধান্ত নেন, তার অর্জিত সম্পদ মানবকল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় হবে। সেই অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায়। 

নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন বিভিন্ন শাখার পুরস্কার কে প্রদান করবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ অ্যাকাডেমি, চিকিৎসা বা শারীরবিজ্ঞান শাখার পুরস্কার প্রদান করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের সংসদ। নোবেল কেন শান্তি পুরস্কারের জন্য নরওয়েকে বেছে নিয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি; তবে তখন সুইডেন ও নরওয়ে রাজনৈতিকভাবে যুক্ত ছিল।

১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকী উদযাপনের সময় আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। এটি রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মাধ্যমে প্রদান করা হয়, এবং মূল নোবেল পুরস্কারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।

প্রতিটি পুরস্কার ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। মনোনীতদের নাম সাধারণত প্রকাশ করা হয় না, আর বিচারকদের আলোচনা-পর্যালোচনা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা চাইলে নিজের প্রস্তাব প্রকাশ করতে পারেন।

এবারের নোবেল ঘোষণা শুরু হবে সোমবার, স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্র পুরস্কার দিয়ে। মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তির নোবেল। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। বিজয়ীরা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর (প্রায় এক কোটি ২০ লাখ ডলার সমমূল্য) অর্থ, সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে