এক দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী একই দিনে মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া শিক্ষার্থীদের একজন সোহান আল মাফি, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি। তিনি ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

অন্যজন দেবপ্রিয় সুপ্ত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী সোহানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আর দেবপ্রিয় সুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

জানা যায়, সোহান ও তাঁর এক বন্ধু বৃহস্পতিবার সকালে বান্দরবানের লামার একটি রিসোর্টে উঠেন। দুপুরে পাশের মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। পরদিন সকালে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

দেবপ্রিয় সুপ্ত দুর্গাপূজার ছুটিতে মানিকগঞ্জে নানা বাড়ি বেড়াতে যান। পূজা শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। বিভাগের প্রধানের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, “একই দিনে দুই শিক্ষার্থীকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। আমরা গভীর শোক প্রকাশ করছি।”

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে