রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
গাজীপুর প্রতিনিধি:
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুরের মৌচাকে অবস্থিত দ্যা রয়না রিসোর্ট লিমিটেডে অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান। এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম ও তাঁর বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি সাফিনা রহমান। তিনি রোটারির মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। অন্যান্য অতিথিরাও রোটারি আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোসলেম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম। ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়।
আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অতিথিরা ভেন্যু, খাবারের মান ও পরিবেশনার অভিনবত্বের প্রশংসা করেন।
প্রধান অতিথি পিডিজি সাফিনা রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “রোটারি ক্লাব অব ভাওয়ালের এই ইনস্টলেশন অনুষ্ঠান ছিল সত্যিই ইনোভেটিভ—ঢাকার বড় ক্লাবগুলোর আয়োজনকেও ছাড়িয়ে গেছে।”
ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম প্রতিশ্রুতি দেন, সকল সদস্যের সহযোগিতায় আগামী বছরও রোটারির মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ।
