চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র উদ্ধার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপি টহল দল এবং র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে