চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে চানশিকারী বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে