ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

 রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো ইউরোপের দেশ পর্তুগাল। এর আগে লুক্সেমবার্গ একই সিদ্ধান্ত নেওয়ার পর এবার নতুন করে যুক্ত হলো লিসবন। খবর আল জাজিরার।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, “পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।” এতে আরও বলা হয়, আজ ২১ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আগেই এই স্বীকৃতি দেওয়া হবে।

আগামীকাল সোমবার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠক যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব।

পর্তুগালের শীর্ষস্থানীয় দৈনিক কোরিও দা মানহা জানিয়েছে, প্রধানমন্ত্রী লুই মন্তিনিগ্রো এই সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করেন। দীর্ঘ ১৫ বছরের বিতর্কের পর অবশেষে পর্তুগিজ সংসদে ফিলিস্তিন ইস্যুতে সমঝোতা তৈরি হয়।

এর আগে গত জুলাইয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের কারণে সৃষ্ট সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল পর্তুগাল।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে