মেহেরপুর সীমান্তে গাঁজাসহ আটক ৩

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, ভোর সাড়ে ৪টার দিকে রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/৬-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে খাসমহল নামক স্থানে নম্বর-৬৭৫৮০ হাবিলদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ভারতীয় ৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০), তার স্ত্রী আনেরা বেগম (৩২) এবং খাসমহল গ্রামের হকমান আলীর ছেলে লোকমান আলী (৩৫)। 

তিনি আরও জানান, জব্দকৃত গাঁজা ও ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে