২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত

 বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও উরুগুয়ের গবেষকদের হাতে সম্প্রতি উঠে এসেছে বিস্ময়কর এক আবিষ্কার।

জানা গেছে, গবেষকদের পেয়েছেন প্রায় ২০ কোটি বছর আগের কোয়েলাক্যন্থ মাছের জীবাশ্ম। “জীবন্ত জীবাশ্ম” নামে পরিচিত এই মাছ আজও গভীর সমুদ্রে বিরলভাবে বেঁচে আছে। 

কিন্তু এত পুরনো জীবাশ্মের সন্ধান দেখাচ্ছে- ট্রায়াসিক যুগে এরা অগভীর উষ্ণ সমুদ্রে সক্রিয় শিকারি হিসেবে রাজত্ব করত। এর আগে এসব জীবাশ্ম সামুদ্রিক সরীসৃপ প্যাকিস্ট্রোফিয়াস-এর বলে শনাক্ত করা হয়েছিল। 

কিন্তু সর্বশেষ গবেষণায় দেখা গেছে, এটি আসলে বড় আকারের কোয়েলাক্যন্থ। এর অর্থ দাঁড়ায়, তৎকালীন ব্রিটেন অঞ্চলে একাধিক প্রজাতির কোয়েলাক্যন্থ বিদ্যমান ছিল।

বিজ্ঞানীরা বলছেন, এ আবিষ্কার শুধু একটি মাছের ইতিহাস নয়, বরং প্রাচীন সামুদ্রিক বাস্তুতন্ত্রের গঠন ও প্রাণিবৈচিত্র্যের গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে। 

তারা আরও বলেছেন, যেখানে আগে ধারণা করা হতো কোয়েলাক্যন্থ মূলত নিরীহ, ধীর গতির মাছ। আর এখন প্রমাণ মিলছে- তারা ছিল শক্তিশালী ও কার্যকর শিকারি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে