নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সকালে নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই আরিফ মিয়া বলেন, ‘আমার ভাই প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতো। গতরাত ১০টা পেরিয়ে গেলেও আসেনি। তার ফোনে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পরে রাত ১টার দিকে বাইরে খুঁজতে গিয়ে দেখি রাস্তায় গলাকাটা অবস্থায় পড়ে আছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ‘নিহতের গলার পিছনের দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে