ওয়াশিংটনে রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভের মুখে ট্রাম্প (ভিডিও)

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিরাপত্তার কারণে মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত বাইরে রেস্তোরাঁয় খাবার খেতে যান না। তবে গত মঙ্গলবার সেই রীতি ভেঙে হোয়াইট হাউসের কাছাকাছি একটি রেস্তোরাঁয় সি ফুড খেতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে গাজায় ইসরায়েলের হামলার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ নামের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া একদল বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলে।

রেস্তোরাঁটি ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত। ট্রাম্পের গাড়িবহর সেখানে পৌঁছানোর পর কিছু মানুষ তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। তবে এরই মধ্যে একদল বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ‘ডিসিকে মুক্ত কর, ফিলিস্তিনকে মুক্ত কর’, ‘ট্রাম্প হচ্ছেন একালের হিটলার’—এমন স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সিবিএস জানায়, বিক্ষোভকারীদের দেখে ট্রাম্প হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করলেও কারও সঙ্গে কথা বলেননি। পরে তিনি সিক্রেট সার্ভিসের সদস্যদের ইঙ্গিত করলে তারা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নেন।

রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাসংবলিত ব্যানার উঁচিয়ে ধরে প্রতিবাদ জানান। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের রেস্তোরাঁয় খেতে যাওয়া একেবারেই বিরল ঘটনা। কারণ ওয়াশিংটনে অবস্থানকালে তিনি সচরাচর হোয়াইট হাউসের বাইরে জনসম্মুখে যান না।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে