শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস

 শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ৭৩ বছর বয়সী সুশীলা।

স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- কার্কির সুপারিশে তিনি ইতোমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন এবং আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে, কার্কি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সেই প্রতিষ্ঠানেই কাটিয়েছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে দেশটির তরুণ প্রজন্ম। তবুও একজন নির্ভীক ও সৎ আইনবিদ হিসেবে তার খ্যাতি তিন কোটি জনসংখ্যার দেশটির অনেক তরুণের কাছে আবেদন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ বেশ কয়েকজন মন্ত্রী। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে