মানিকগঞ্জে নৌকা বাইচে মানুষের ঢল

 শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর যাবরা এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। যাবরা নৌকা বাইচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে নদীর দুই তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বাহারি নামের নৌকা অংশ নেয়। যার মধ্যে সোনার তরী, ময়না মতি, চাচা ভাতিজা উল্লেখ যোগ্য। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীর ঘেষে বসে বিভিন্ন দোকান পাট।

নৌকা বাইচ দেখতে নারীপুরুষসহ প্রচুর দর্শকের সমাগম হয়। প্রতিযোগীদের ফ্রিজ ও টেলিভিশন উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতুসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

বানিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু বলেন, কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ জেলার ঐতিহ্য। দীর্ঘদিন নৌকা বাইচ বন্ধ ছিল। এখন থেকে প্রতিবছর বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।  

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে