সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদে উপজাতীয় সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাতে রাজধানীর সা’দা এলাকায় সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ সদস্য নিহত এবং পাঁচজন আহত হন।
সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়।
মন্ত্রণালয় আরও জানায়, ছয় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘর্ষের কারণ উল্লেখ করা হয়নি।
যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রায়ই উপজাতীয় বিরোধ ঘটে থাকে। দেশটিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। ইরাকে উপজাতিগুলো বড় ধরনের প্রভাব বিস্তার করে এবং তারা নিজেদের নৈতিক ও বিচারিক বিধির অধীনে পরিচালিত হয়। তাদের কাছে বিপুল অস্ত্রভাণ্ডারও রয়েছে।
২০০৩ সালে দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর কয়েক দশক সহিংসতার মধ্যে কাটানো ইরাক এখন স্থিতিশীলতা ফিরে পেতে শুরু করেছে।
