শেষ বলে অ্যান্টিগার জয়, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ বলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। তবে দলের এই জয়ের দিনটা একেবারেই সুখকর হয়নি সাকিব আল হাসানের জন্য। একসময় বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত এই ক্রিকেটার ব্যাট–বল দু’ক্ষেত্রেই ছিলেন ব্যর্থ।

বোলিংয়ে নবম ওভারে এসে প্রথম বলেই চার হজম করেন সাকিব। এরপর ব্র্যান্ডন কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে আরও চাপে পড়েন তিনি। মাত্র ৩ ওভার বল করে ৩৩ রান খরচ করেন, কিন্তু নিতে পারেননি কোনো উইকেট। পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে আর চতুর্থ ওভার দিতে সাহস পাননি।

ব্যাট হাতে নামলেও দলকে ভরসা দিতে পারেননি সাকিব। চাপের সময়ে নেমে ১২ বলে করেন মাত্র ১৫ রান। একটি চার ও একটি ছক্কার পর বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তার এই ব্যর্থতায় দল মাঝপথে চাপে পড়ে।

অন্যদিকে বার্বাডোসের ইনিংসে ব্র্যান্ডন কিং একাই তাণ্ডব চালান। তার অপরাজিত ৯৮ রানের ইনিংস ফ্যালকনসের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন। তবুও শেষ পর্যন্ত অ্যান্টিগার নায়ক হয়ে ওঠেন মার্কিন ব্যাটার আন্দ্রিস গুস। তার অপরাজিত ৮৫ রানের দাপুটে ইনিংস দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।

দিন শেষে আলোচনায় ছিল না অ্যান্টিগার রোমাঞ্চকর জয়, বরং ব্যাট–বলে সম্পূর্ণ ব্যর্থ সাকিব আল হাসান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে