বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। মৃতের নাম রহমতুল্লাহ বেপারী (৬৫)। তিনি হেলাল উদ্দিন বেপারীর ছেলে।

রহমতুল্লাহ বেপারী টঙ্গীবাড়ী উপজেলার কাঠদিয়া গ্রামের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত চারজন হলেন-কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলায় তিনজনের বাড়ি, বাকি দুইজনের বাড়ি পাশের সদর উপজেলায়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে