ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রক্ষমতায় যাবে: খোকন

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে ফের রাষ্ট্রক্ষমতায় যাবে। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, ভয়ভীতি, হুমকি বা অজুহাত দিয়ে এই নির্বাচনকে পণ্ড করা যাবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি অনেক অন্যায়-অত্যাচার ও নিপীড়ন সহ্য করে লড়াই চালিয়ে যাওয়ায় বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় ঠাঁই নিয়েছে। তাই আগামী দিনে ধানের শীষের বিজয় হবেই।’ 

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি এ কথা বলেন। 

এদিন বিকেলে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরশিনগর এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে