৪৯৫ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

 বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গল টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে মাত্র ৩.৪ ওভার টিকল বাংলাদেশের প্রথম ইনিংস। ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে আজ মাঠে নেমে মাত্র ১১ রান যোগ করতে পেরেছে টাইগাররা।

ফার্নান্ডোর বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন নাহিদ রানা। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হলো বাংলাদেশ। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আছেন হাসান।

এর আগে, গত মঙ্গলবার গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। সাদমান ইসলামের সাথে ইনিংসের সূচনা করতে নামেন এনামুল হক বিজয়। ১০ বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৫ রানে।

দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতনের পর জুটি গড়ার চেষ্টা করছিলেন সাদমান ও মুমিনুল। কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি ৩৪ রানের চেয়ে বেশি লম্বা হাতে পারেনি। সাদমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙে। ৫৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান।

তবে সাদমান বিদায় নেওয়ার পর থামতে হয় মুমিনুলকেও। ওয়ানডে মেজাজে ৩৩ বলে ২৯ রান করে দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক। তবে দলীয় ৪৫ রানে তিন উইকেট হারানোর পর শান্ত ও মুশফিকের ব্যাটিংয়ে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ।

এদিন ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক শান্ত। এর কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও সেঞ্চুরি হাঁকালেন। তার শতকের কিছুক্ষণ পরই মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষ হয়।

এরপর বুধবার দিনের প্রথম ঘণ্টায় বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। তার ব্যাট থেকে আসে ২৭৯ বলে ১৪৮ রান। ১৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি। শান্ত ও আগের দিনের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকের জুটিতে আসে ২৬৪ রান।  

তবে শান্ত গেলেও বাংলাদেশের ইনিংস বড় ধাক্কা খায়নি। কারণ এরপর হাল ধরেন মুশফিক ও লিটন। দিনের মধ্যভাগে বৃষ্টি বাগড়া দিলে খেলা আড়াই ঘণ্টা বন্ধ থাকে। এর আগেই অবশ্য ক্যারিয়ারের সপ্তম দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ফেলেন মুশফিক। আর লিটন দেখা পান ১৮তম টেস্ট ফিফটির। তৃতীয় সেশনে খেলায় ফেরে শ্রীলঙ্কা। মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।

বিদায়ের আগে ৩৫০ বলে ৯ চারে ১৬৩ রান করেন মুশি। অন্যদিকে লিটন ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯০ রানে লঙ্কান পেসার মিলান রত্নায়েকের লেগেটিভ লাইনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর হন লিটন। তার বিদায়ের পর একে একে ড্রেসিংরুমে ফেরেন জাকের আলি (৮), নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৬)। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

আজ তৃতীয় দিনের খেলায় শূন্য রানে অপরাজিত থাকা হাসান মাহমুদ ও নাহিদ রানা মাঠে নামেন। মাঠে নামার প্রায় ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশকে অলআউট করে শ্রীলঙ্কা। আজ ১১ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে