গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫

 রবিবার, ১৫ জুন, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ২৬ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। অন্যদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। এর আগে, গত শুক্রবার করোনা ভাইরাসে দুইজনের মৃত্যুর তথ্য জানানো হয়। তবে গতকাল শনিবার কারও মৃত্যু হয়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে