ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও থেমে যাব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে।

রবিবার তেহেরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি। 

তিনি বলেন, ইরানের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হোক তা চায় না ইসরায়েল।

এ সময় পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাগচি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস হলো পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে ইরানকে বঞ্চিত করতে ইচ্ছুক, তাদের তা করার কোনও অধিকার নেই।”

যুক্তরাষ্ট্রের সাথে আজকের ষষ্ঠ দফা আলোচনার বিষয়ে আরাগচি বলেন,  “ইরান ‘আমেরিকানদের প্রয়োজনীয় আশ্বাস দিতে প্রস্তুত।”

তিনি বলেন, “পূর্ববর্তী দফাগুলোর আলোচনায় আমেরিকানরা বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল, যা আমাদের কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ছিল না। আমরা আমাদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছি এবং আমাদের একটি পাল্টা প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল। আমাদের প্রস্তাব আমেরিকানদের সাথে একটি সর্বাত্মক চুক্তির দরজা খুলে দিতে পারত।”

আরাগচির মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অগ্রগতির বিরোধী ইসরায়েল ।

তিনি আরও বলেন, “এটি এখন সুস্পষ্ট হয়ে গেছে যে, ইহুদিবাদী সত্তা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি বা কূটনৈতিক সমাধানে পৌঁছাতে দেখতে রাজি নয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে