ইরাকের আকাশসীমা লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরাকে ইসরায়েলি বিমান চলাচল এবং তা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

ইরাকি সংবাদ সংস্থা (INA) জানায়, দেশটির সেনাপ্রধানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরাইলের হাতে ইরাকের আকাশসীমা লঙ্ঘন এবং তা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, এটি শুধু ইরাকের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন নয়, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি পদক্ষেপ। এসব বেআইনি তৎপরতার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

ইরাকি মুখপাত্র আরও জানান, ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে বাগদাদ সরকার, এবং তাদের বিরুদ্ধে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে