ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি

শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষার চেষ্টা করলে যেকোনও দেশের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম‘ সিএনএন’কে এক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

 তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় ইরান এই দখলদার শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তিনি সতর্ক করে বলেন, যেকোনও দেশ যদি ইসরায়েলি শাসনকে ইরানের অভিযানের হাত থেকে রক্ষার চেষ্টা করে, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও অবস্থানগুলো ইরানের পরবর্তী টার্গেটে পরিণত হবে।

এর আগে শুক্রবার মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে। 

একজন ইসরায়েলি সূত্র আরও জানান, ওই অঞ্চলের আরও কিছু দেশও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছে, তাদের সেনাদের বা স্থাপনার ওপর কোনও আঘাত এলে তা হবে ইরানের জন্য ভয়ঙ্কর। 

ওদিকে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যেরই বেশ কয়েকটি দেশ আব্রাহাম অ্যাকর্ডের অধীনে সম্পর্ক স্বাভাবিক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্ষমতার মেয়াদে। আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে তাদের সম্পর্কে পরিষ্কার করে বলেননি ইসরায়েলি ওই সূত্র। তবে ধারণা করা যায়, তারা কারা হতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে