সবুজবাগে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

রাজধানী ঢাকার সবুজবাগ বাইকদিয়া এলাকা থেকে নিখোঁজের এক সপ্তাহ পর ভাঙারির ব্যবসায়ী জাকির হোসেনের (৫৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ব্যবসায়ী জাকির হোসেন বাইকদিয়া এলাকায় বসবাস করতেন। তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল নন্দিপাড়া এলাকায়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আজাহারকে গ্রেফতার করা হয়েছে।

সবুজবাগ থানার এসআই শামসুল আমিন জানান, গত ৪ জুন জাকির নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। তদন্তে দেখা যায়- জাকিরকে ফোনে ডেকে নিয়েছিল তারই পরিচিত আজাহার। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আজাহারকে মহানগর এলাকা থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জানায়, জাকিরের মরদেহ বাইকদিয়া এলাকার একটি জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হত্যার সময় প্রথমে জাকিরকে রড দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে আলাদা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানায়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে