ব্রাজিলের কোপা দলে কে এই ইভানিলসন

Brazil-Squade-for-Copa-America

কোপা আমেরিকা এবং তার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য গতকাল ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে নতুন মুখ পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। রিচার্লিসন চোটে পড়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই ব্রাজিলিয়ান।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণার পর ইভানিলসনকে ডাকার ব্যাখ্যা দেন, ‘ইভানিলসন নজর কেড়েছে। নিজের ভূমিকাটা সে পরিষ্কার বোঝে। সে খুবই চিত্তাকর্ষক খেলোয়াড়। ক্লাবে সে যা করে, সেটা করতে পারলে তা হবে মধুর বিস্ময়। রিচার্লিসন চোট পাওয়ায় আমরা তার ওপর ভরসা রেখেছি।’

ব্রাজিলিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে দুই তরুণ এনদ্রিক ও ভিতর রককে নিয়েই কথা হচ্ছে বেশি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এনদ্রিকও ডাক পেয়েছেন কোপার দলে। ভিতর রক যোগ দিয়েছেন বার্সায়। ব্রাজিলের কোপার দলে জায়গা হয়নি ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ডেরও। প্রশ্ন হলো, জাতীয় দলে ডাক পেয়ে হঠাৎ করেই আলোচনায় উঠে আসা ইভানিলসন কে?

পোর্তোয় দারুণ মৌসুম কাটছে ইভানিলসনের

পোর্তোয় দারুণ মৌসুম কাটছে ইভানিলসনেরইনস্টাগ্রাম

ফোর্তালেজায় জন্ম নেওয়া ইভানিলসন ২০২০ সাল থেকে খেলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এবারই অর্থাৎ চলতি মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে পোর্তোর হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ৫টি গোলও করিয়েছেন ইভানিলসন। এর মধ্যে ৪টি গোল করেছেন চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে গ্রুপ পর্বে। বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পের মাঠে হ্যাটট্রিকের পর ঘরে একটি গোলও করেছিলেন ক্লাবটির বিপক্ষে।

২০২১-২২ মৌসুমে ইভানিলসন পোর্তোর হয়ে পর্তুগালের প্রিমেরা লিগ জয়ের স্বাদও পেয়েছেন। সেবার লিগে ৩০ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ২১ গোল।

ইউরোপে পা রাখার আগে ব্রাজিলের ক্লাব ফ্লুমিন্সের বয়সভিত্তিক দল বেড়ে উঠেছেন ইভানিলসন। মূল দলেও সুযোগ পেয়েছিলেন। ২০২০ সালে তাঁকে ফ্লুমিন্সে থেকে ৮৮ লাখ ইউরোয় কিনে নেয় পোর্তো। ইউরোপে নিজের প্রথম মৌসুমে পোর্তো ‘বি’ দলের হয়ে ৫ ম্যাচে ৬ গোল করেছিলেন ইভানিলসন। ২০২০ সালেই ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান তিনি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে