২৪ ঘণ্টায় ছয়বার কেঁপে উঠল করাচি

 সোমবার, ০২ জুন, ২০২৫

রবিবার সকাল ১০টা ২৫ থেকে সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয়বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দরশহর সিন্ধ।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে। নগরীর লান্ধি, মালির, কায়দাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর, স্টিল টাউনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেছেন যে তারা প্রথম দফার কম্পন অনুভব করেছেন।

দ্বিতীয় ভূমিকম্পটি হয় তার প্রায় ৪০ মিনিট পর— বেলা ১১টা চার মিনিটে। এবার অবশ্য জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাড়িঘর, দোকান-পাট, অফিস-ব্যাংক-আদালত থেকে বাইরে সড়কে বের হয়ে আসেন।

এরপর বিকাল, সন্ধ্যা থেকে রাত ১ টা ৬ মিনিট পর্যন্ত আরও চারবার ভূমিকম্প হয়েছে করাচিতে। পাকিস্তানের  ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পাকিস্তান সিসমোলজি সেন্টার (পিএসসি) এর শীর্ষ কর্মকর্তা আমির হায়দার জিও নিউজকে বলেছেন, ৬টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং সবচেয়ে দুর্বলটির মাত্রা ছিল ৩ দশমিক ২।

সবগুলো এপিসেন্টার ছিল করাচির কায়দাবাদ এলাকায়, ভূপৃষ্ঠের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে। আমির হায়দার বলেছেন, এই ভূমিকম্পগুলোর মূল কারণ লান্ধি ফল্ট এলাকা। এই এলাকায় মাঝে মাঝে ভূমকম্প হয় ঠিকই, কিন্তু বিভিন্ন কারণে সেগুলোর মাত্রা কম থাকে এবং তেমন ঝুঁকিপূর্ণ হয় না।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে