হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প

সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ সতর্কবার্তা দেন। এসময় ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে।  

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

এর আগে গত মার্চের শুরুর দিকে হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাতের পরও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সে সময় তিনি হামাসকে অবিলম্বে সব জিম্মিকে মুক্তি ও নিহতদের মরদেহ হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে হামাস প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের অন্তত ২৫ জন ইতিমধ্যে নিহত হয়েছেন এবং মরদেহ ফেরত চাইছে তারা। বর্তমানে প্রায় ৪৭ জন জিম্মি গাজায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা চালাচ্ছে। তবে ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি নিহত হয়েছেন। 

হামাসকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে