হাজিদের জন্য ‘ফতোয়া রোবট’ চালু

 শনিবার, ৩১ মে, ২০২৫

মক্কার পবিত্র মসজিদুল হারাম এলাকায় হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ‘ফতোয়া রোবট’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তর ‘মিনারাতুল হারামাইন রোবট’-এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে, যা ‘ফতোয়া রোবট’ নামে পরিচিত। এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে (তার ডাটাবেইসে থাকা বিপুলসংখ্যক ফতোয়া বিশ্লেষণ করে) হজ ও ওমরাহ পালনকারীদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেবে।

সংশ্লিষ্টদের মতে, এটি হজ ও ওমরাহর আধ্যাত্মিক অভিজ্ঞতায় আধুনিক প্রযুক্তির সংযোজনের ক্ষেত্রে সৌদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির পথে অগ্রযাত্রা এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবার উদ্দেশ্যে স্মার্ট টেকনোলজি ব্যবহারের প্রতিফলন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই রোবট পবিত্র মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) হজযাত্রীদের ধর্মীয় জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, রোবটটি পূর্বনির্ধারিত ও যাচাইকৃত বিপুলসংখ্যক ফতোয়া (ধর্মীয় নির্দেশনা) সংবলিত ডাটাবেইস থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর দিতে পারে। কোনো প্রশ্নের উত্তর যদি তার সিস্টেমে না থাকে, তাহলে সে ব্যবহারকারীকে তাত্ক্ষণিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ভরযোগ্য ইসলামী গবেষকের সঙ্গে সংযুক্ত করে দেবে, যাতে হজযাত্রীরা খুব সহজে নির্ভুল ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে