হরমুজ প্রণালীর কাছে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরান ও ইসরায়েলের ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধেরে গেছে। পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও একটি শিপিং কোম্পানি।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় আমিরাতের উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ ঘটলেও সেটি নিরাপত্তাজনিত কোনও ঘটনা নয়।

অন্যদিকে, শিপিং কোম্পানি ফ্রন্টলাইন বলেছে, তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ঈগল’ ট্যাংকারের সঙ্গে ‘আডালিন’ নামের আরেকটি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ফ্রন্ট ঈগলে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

কোম্পানিটি বলেছে, সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উপকূলরক্ষী বাহিনী বলেছে, ওমান উপসাগরে সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকার থেকে ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দুই ট্যাংকারের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে