স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!

বুধবার, ১৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার স্মৃতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিফাতের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সিফাত পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, সানজিদা আক্তার স্মৃতি ও সিফাতের মধ্যে দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল।

মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে তার চাচি বাড়িতে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্মৃতির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে স্বামী সিফাত বোরকা পরে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে