রাঁচির চতুর্থ টেস্টের উইকেট নিয়ে বেন স্টোকস প্রশ্ন তোলার পর ভারত দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি চিরায়ত ভারতীয় উইকেটেই। উইকেটে টার্ন থাকবে, তবে সেটি কতটা বা কখন থেকে—সে ব্যাপারে ভারত দলও নিশ্চিত নয়।
ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেটে বেশ গভীর ফাটল আছে একদিকে। তবে অন্যদিকে বেশ ফ্ল্যাট মনে হচ্ছে সেটিকে। ফলে উইকেটে তীক্ষ্ণ টার্ন ও অসম বাউন্স থাকতে পারে। হায়দরাবাদে প্রথম টেস্টের উইকেট বেশ স্পিনসহায়ক থাকলেও বিশাখাপট্টনম ও রাজকোটে পরের দুটি ম্যাচের উইকেট ফ্ল্যাটই ছিল। প্রথম টেস্ট হেরে সিরিজ শুরু করা ভারত পরের দুটি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে।
উইকেট নিয়ে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, ‘এটা চিরায়ত ভারতীয় উইকেট। উইকেটে ফাটল আছে। এ উইকেটে সব সময়ই ফাটল ছিল। এটি টার্ন করবে। তবে কতটা টার্ন করবে বা কখন থেকে করবে, তা আমরা নিশ্চিত নই। যেভাবেই এগোতে চাই না কেন, আমাদের দলের সে ভারসাম্য আছে।’
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমকে স্টোকস বলেন, ‘আমি এমন কিছু এর আগে কখনো দেখিনি। আমি জানি না, কী ঘটবে। আমাদের পিচ নিয়ে জানতে চাওয়া হয়েছিল, আমরা নিজেদের মত দিয়েছি। তার মানে এই না যে অনেক কিছু মাথায় নিয়ে আমরা মাঠে নামব।’