সুন্দরবন থেকে হরিণ শিকারের ৬০০টি ফাঁদ জব্দ

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হরিণ শিকারের জন্য সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। এছাড়া একই এলাকা থেকে জব্দ করা হয়েছে কাঁকড়া শিকারের নিষিদ্ধ চারু। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ি সংলগ্ন কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় সোমবার নিয়মিত টহল দিচ্ছিল বনপ্রহরীরা। নৌকা ও পায়ে হেঁটে দেয়া এ টহলকালে বনরক্ষীরা বনের ভিতরে হরিণ শিকারের ফাঁদ দেখতে পান। পরে তারা সেখান থেকে ৬০০টি হরিণ শিকারের মালা (গোল) ফাঁদ জব্দ করেন। সে সময় ওই জায়গা থেকে জব্দ করা হয় কাঁকড়া শিকারের জন্য পেতে রাখা ১৬টি নিষিদ্ধ চারু। 
এর আগে গত ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি মালা (গোলাকৃতি) ফাঁদ ও নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাক হতে ৫৩টি মালা ফাঁদ জব্দ করেন বনপ্রহরী। এছাড়া ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকা থেকে হরিণ শিকারীদের পেতে রাখা ৪৫০টি মালা ফাঁদ জব্দ করেন বনপ্রহরী।

বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, যে কোন ধরণের বন অপরাধ দমনে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি বনবিভাগের এ কঠোরতার মধ্যদিয়ে সকল ধরণের বন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে