সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

রবিবার, ০১ জুন, ২০২৫

টানা বৃষ্টি এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের প্রভাবে সিলেটের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। সিলেট পয়েন্টে মাত্র ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৬৫ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর আমলসীদ, শেওলা এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার যথাক্রমে ১৫৮, ৩০ ও ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। শেরপুর পয়েন্টে পানি বেড়েছে ৮৪ সেন্টিমিটার।

এছাড়া, লোভা নদীর পানি লোভাছড়া পয়েন্টে ৮০ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ইসলামপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের কিছু অংশ ইতোমধ্যে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের রাধানগর অংশ।

স্থানীয়দের আশঙ্কা, পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে সিলেট জেলাজুড়ে বন্যা দেখা দিতে পারে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। পাশাপাশি, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রস্তুতির কাজ চলমান রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে