সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

বৃহস্পতিবার, ০৫ জুন, ২০২৫

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্টে ৭৭ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৮৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ১৬৮ সেন্টিমিটার এবং কাজিপুরে ১১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে নিম্নাঞ্চলের ফসল ডুবে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আগামী দুইদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এই দফায় বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে