সাতক্ষীরা সীমান্তে ফের পুশ-ইন, ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

রবিবার, ২২ জুন, ২০২৫

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু।

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের শিকার এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই ও কলকাতার রাজারবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু তাদের বাংলাদেশি পরিচয় প্রকাশ পাওয়ায় সেখানকার পুলিশ তাদের আটক করে এবং দুপুর ২টার দিকে হস্তান্তর করে বিএসএফের আমুদিয়া ক্যাম্পে। পরে বিএসএফ তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

ঘটনার পর বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়া হয়। রাত ১১টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পুশ-ইনের শিকার ১৪ জনের পরিচয় ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে রাত ১২টার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।

উল্লেখ্য, গত ১৮ জুন একই কুশখালী সীমান্ত দিয়ে ছয়জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে