শিরোনামহীনের গান নিয়ে শুরু হলো নজরুল কনসার্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নতুন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ শনিবার ‘নজরুল রক কনসার্ট ২০২৫’–এর আয়োজন করা হয়। বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কনসার্টটি শুরু হতে দেরি হয়। সন্ধ্যা সাড়ে সাতটার পর শিরোনামহীনের পারফরম্যান্স দিয়ে শুরু হয় কনসার্ট। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম নিজের ফেসবুকে ভিডিও দিয়ে কনসার্ট শুরুর তথ্য জানান।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই কনসার্টে শিরোনামহীন ছাড়াও আরও নয়টি ব্যান্ডের পারফর্ম করার কথা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গানের অ্যালবামটিতে জায়গা পেয়েছে ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল-পরা ছল্’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো। কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা মেনেই গানগুলো তৈরি হচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে