শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস নিতে চান এমপিওভুক্ত শিক্ষকরা

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এমপিওভুক্ত শিক্ষকরা শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, ‘আটদিন আন্দোলন চলার পর প্রজ্ঞাপন বাস্তবায়িত হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।’ 

দেলাওয়ার হোসাইন আজিজী আরও বলেন, ‘গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটা আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।’

এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে। দুই ধাপে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে