লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

 শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দু’জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরও ১১ জন। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। চলমান যুদ্ধবিরতির পরেও ওই হামলার ঘটনা ঘটল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিবনিন শহরের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে আঘাত হানে ইসরায়েলি বিমান। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়। এছাড়া আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানিকে হত্যা করেছে। তবে সঠিক স্থান উল্লেখ করেনি। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তিবনিনে হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান ফোর্স’-এর এক সদস্যকে হত্যা করেছে এবং নাকুরা শহরে হিজবুল্লাহর একটি নৌযান ধ্বংস করেছে। ওই নৌযানটি ইসরায়েলি সেনাদের ওপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

হামলার একদিন আগে ইসরায়েল পাঁচটি শহরে বিমান হামলা চালিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে বলে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির জন্য যারা মধ্যস্থতা করেছিল তাদের নীরবতা আরও আগ্রাসনকে উৎসাহিত করছে। তিনি বলেন, এখনই সময় এই স্পষ্ট সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর।

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীরা সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা নভেম্বর থেকে তৈরি হওয়া নাজুক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তারা ইসরায়েলকে যেকোনও ধরনের নতুন হামলা বন্ধ করতে এবং পুরোপুরি লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েল প্রায় সাড়ে চার হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে