রানবন্যার ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

সোমবার, ১৬ জুন, ২০২৫

বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম দুই ম্যাচের পর অবশেষে রবিবার (১৫ জুন) মাঠে গড়ায় আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ। আর সেই ম্যাচেই রানবন্যার মধ্য দিয়ে ৬২ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ক্যারিবীয় ব্যাটাররা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল স্কোর গড়ে তারা। দলের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার ইভিন লুইস। ৪১ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

অধিনায়ক শাই হোপ ২৭ বলে করেন ৫১ রান, কেসি কার্টি খেলেন ২২ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস। আর ইনিংসের শেষ দিকে ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। আইরিশ বোলারদের মধ্যে ম্যাথু হামফ্রেস একমাত্র উজ্জ্বল ছিলেন, ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট।

২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টরের জুটিতে আসে ১০১ রান। হ্যারি টেক্টর ৩৮ রান করে আউট হলে ছন্দপতন ঘটে আইরিশ ইনিংসে। সর্বোচ্চ ৪৮ রান আসে অ্যাডায়ারের ব্যাট থেকে, ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংস।

শেষ দিকে মার্ক অ্যাডায়ার ১৪ বলে ৩১ রান করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আকেল হোসেন, ৪ ওভারে ২৭ রানে শিকার করেন ৩ উইকেট।

একমাত্র খেলা হওয়া ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে